মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। কাউকে দৃষ্টিশক্তি দিয়েছেন, কাউকে তা দেননি। কিন্তু সমাজে সবার অধিকার সমানভাবে নির্ধারিত। সবলরা দুর্বলদের সহায়তা করবে এটিই জীবনের মূল্যবোধ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ভিজুয়ালী ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) এক অনুষ্ঠানে এ কথা বলেন। দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ৫ শতাংশ কোটা নিশ্চিতসহ ১১ দফা দাবি জানানো হয়। রেলমন্ত্রী বলেন, তাদের দেওয়া সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি এই সংগঠনকে ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। সংগঠনের নেতারা বলেন, ১৯৭২ সালে বাংলাদেশে েেবসরকারি পর্যায়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হলেও ১৯৯৬ সাল থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যৌথ আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন শুরু হয়। এদিনে দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাদাছড়ি ব্যবহারে কার্যকরী কৌশল রপ্ত করে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি অন্যের সাহায্য ছাড়াই পথ চলতে পারেন। সরকারের কাছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির সাদাছড়ি ব্যবহার নিশ্চিত করার দাবি জানান তারা। দৃষ্টি প্রতিবন্ধীদের সুরক্ষায় তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- উন্নত মানের সাদাছড়ি তৈরি ও উদ্যোক্তাদের সহজে ব্যাংক লোনের ব্যবস্থাসহ প্রশিক্ষণের ব্যবস্থা। সরকারি ও বেসরকরি প্রতিষ্ঠানের উদ্যোগে সাদাছড়ি ব্যবহারকারী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিনামূল্যে সরবরাহ করা। ব্যবহারে উৎসাহিত করা ও এর কৌশল সম্পর্কে গণমাধ্যমে প্রচার করা। ইমারত, রাস্তা, ফুটপাত, রেলওয়ে প্ল্যাটফর্ম, লঞ্চ টার্মিনাল, বাসস্ট্যান্ট, ফুটপাত ওভার ব্রিজসহ সব অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সার্বজনীন নকশা অনুসরণ করা ও তাদের চলাচলের উপযোগী হিসেবে তৈরি করা। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত রেলের টিকেট ক্রয়ে সহজীকরণ, প্রথম শ্রেণির আসনে প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা প্রদান। রেলে প্রতিবন্ধীদের নিয়োগের ব্যবস্থা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন