মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিপিএলে ২৮ দেশি ক্রিকেটার কে কোন দলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ৩:০৪ পিএম

বিপিএলে ষষ্ঠ আসরের খেলোয়াড় ড্রাফট হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ড্রাফটে নির্ধারিত হয়েছে ২৮ দেশি ক্রিকেটারের ভাগ্য। এই ২৮ ক্রিকেটার কে কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন, সেটি নিচে উল্লেখ করা হলো—

১. জহুরুল ইসলাম (খুলনা টাইটানস)
২. সৌম্য সরকার (রাজশাহী কিংস)
৩. মোসাদ্দেক হোসেন (চিটাগং ভাইকিংস)
৪. রুবেল হোসেন (ঢাকা ডায়নামাইটস)
৫. আফিফ হোসেন (সিলেট সিক্সার্স)
৬. আবু হায়দার (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
৭. শফিউল ইসলাম (রংপুর রাইডার্স)
৮. সোহাগ গাজী (রংপুর রাইডার্স)
৯. এনামুল হক (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
১০. তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স)
১১. নুরুল হাসান (ঢাকা ডায়নামাইটস)
১২. আবু জায়েদ (চিটাগং ভাইকিংস)
১৩. ফজলে রাব্বি (রাজশাহী কিংস)
১৪. শরিফুল ইসলাম (খুলনা টাইটানস)
১৫. ফরহাদ রেজা (রংপুর রাইডার্স)
১৬. আরাফাত সানি (রাজশাহী কিংস)
১৭. সৈয়দ আহমেদ (চিটাগং ভাইকিংস)
১৮ আল আমিন হোসেন (সিলেট সিক্সার্স)
১৯. রনি তালুকদার (ঢাকা ডায়নামাইটস)
২০. তাইজুল ইসলাম (খুলনা টাইটানস)
২১. মেহেদি হাসান (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
২২. জিয়াউর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
২৩. মোহাম্মদ আল আমিন (খুলনা টাইটানস)
২৪. শুভাগত হোম চৌধুরী (ঢাকা ডায়নামাইটস)
২৫. তৌহিদ হৃদয় সিলেট সিক্সার্স)
২৬. নাঈম হাসান (চিটাগং ভাইকিংস)
২৭. আলাউদ্দিন বাবু (রাজশাহী কিংস)
২৮. মেহেদী মারুফ (রংপুর রাইডার্স)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন