শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সন্ত্রাসীদের নির্মূল করেই সিরিয়ায় শান্তি ফেরাতে হবে -পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ৬:৫০ পিএম

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এর আগে সর্ব প্রথম সেখান থেকে সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল করতে হবে। শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত রাশিয়া, জার্মান, ফ্রান্স ও তুরস্কের সিরিয়া বিষয়ক এক বৈঠকে এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্স।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের দেশে কোনোভাবেই সন্ত্রাসীদের ঘাঁটি তৈরি করতে দিতে পারি না। তাদের মতাদর্শও আমরা প্রচার করতে দেব না।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আর তাই সিরিয়া থেকে সকল সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করা পর্যন্ত কোনভাবেই এই অঞ্চলটিতে শান্তি ফিরে আসবে না। আমরা তাদের আর শক্ত অবস্থান নিতে দেব না। এমনকি নতুন করে আর বিদ্রোহী সৈন্য নিয়োগও করতে দেওয়া হবে না।’
সিরিয়া পরিস্থিতি প্রসঙ্গে পুতিন আরও বলছেন, ‘সিরিয়ায় বিদ্রোহীদের সর্বশেষ নিয়ন্ত্রিত প্রদেশ ইদলিবের ঘোষিত যুদ্ধবিরতির ওপর তুরস্ক ভীষণ গুরুত্বারোপ করছে। সন্ত্রাসীর নির্মূল হলে ভবিষ্যতে তা পুরোপুরি বাস্তবায়িত হবে। যদি সন্ত্রাসীরা ইদলিব থেকে আর কখনো হামলা চালায় তাহলে আমরাও সিরিয়াকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন