বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রোমানিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ৫:৫১ পিএম

রোমানিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার ভ‚মিকম্প অনুভ‚ত হয়েছে। রোববার ভোরে এ ভূমিকম্প সংঘটিত হয় বলে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর আর্থ ফিজিকস একথা জানিয়েছে। একই সাথে বুলগেরিয়ায়, মলদোভিয়া ও ইউক্রেনেও এ ভূকম্পন অনুভূত হয়। খবর ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় ভেরান্সা প্রদেশের বুজাউ কাউন্টিতে রোববার ভোর ৩টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনে রাজধানী বুখারেস্ট ও আশপাশের এলাকার মানুষ জেগে ওঠে। এটি রোমানিয়ায় গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ২০০৪ সালের ২৭ অক্টোবর ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

রাজধানী বুখারেস্টসহ দেশটির অন্যান্য শহরেও ভূমিকম্পটি জোরালোভাবে অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বুখারেস্ট থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেহোইউর কাছে ভূগর্ভের ১৫০ কিলোমিটার গভীরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন