বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভালো খেলার প্রত্যয় মিরাজের

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলন শুরু করছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। গতকাল সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে মুশফিক, মাহমুদউল্লাহরা। সকাল থেকে প্রায় দুপুর ৩ ঘন্টা পর্যন্ত অনুশীলন করেছে টাইগাররা। ব্যাটিং অনুশীলনে ব্যস্ত ছিলেন দলের ব্যাটসম্যানরা। অবশ্য এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। ওয়ানডে সিরিজের মতো টেস্ট সিরিজেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই এমন অনুশীলন করছেন বলে জানিয়েছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিলেটের মাঠে স্পিনের পাশাপাশি পেসাররাও বাড়তি সুযোগ পাবেন বলে জানান মিরাজ, ‘অবশ্যই লক্ষ্য থাকবে জয় তুলে নেয়া। কারণ, টেস্ট ম্যাচে জয় পেলে আত্মবিশ্বাস বাড়ে। আর টেস্ট ম্যাচের দুই ইনিংসের মধ্যে এক ইনিংস ভালো খেলার পর আরেক ইনিংস খারাপ খেললে ম্যাচ জেতা যায় না। তাই দুই ইনিংসেই ভালো করতে হবে। ব্যাটিং আর বোলিং দুটাতেই ভালো করতে হবে। আমরা সেই প্রস্তুতিই নিচ্ছি। আশা করি, আমরা ভালো কিছুই করতে পারবো।’
আগামী ৩ নভেম্বর সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন