শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ৭ মে’র মধ্যে রেজিস্ট্র্রেশন সম্পন্নের নির্দেশনা

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ৭ মে’র মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ মে’র মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ইতোমধ্যে এনটিআরসিএ’র পক্ষ থেকে এসএমএস প্রেরণ করা হয়েছে। সকল জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে তার নিজ এলাকার প্রতিষ্ঠানসমূহের রেজিস্ট্রেশন কার্যক্রম তদারক করার জন্যও এনটিআরসিএ’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি প্রসঙ্গে গত বছরের ৩০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়। সে প্রেক্ষিতে অনলাইনে আবেদন গ্রহণ করে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। প্রার্থী বাছাই কার্যক্রমের পূর্বশত হিসেবে প্রতিটি  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এনটিআরসিএ’র ওয়েবসাইট িি.িহঃৎপধ.মড়া.নফ-এ রেজিস্ট্রেশন আবশ্যক।





 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন