বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা চালু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ৭:২০ পিএম

দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির চেয়ারম্যান ফজলে হাসান আবেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন। দেশের আট বিভাগে ১০টি এজেন্ট ব্যাংকিং চালু করে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে পঞ্চাশের বেশি চালু করা হবে। এক বছরের মধ্যে সারা দেশে চালু করা হবে ৬শ’। ‘বাংলাদেশের কোন গ্রাম আমাদের এজেন্ট ব্যাংকিং সেবার বাইরে থাকবে না।’

ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন বলেন, এজেন্ট ব্যাংকিং সেবা অন্যান্য ব্যাংকিং সেবার চেয়ে সাশ্রয়ী এবং এই সেবাটি সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সেবার যাত্রা শুরু করল।

অনুষ্ঠানে জানানো হয়, এজেন্ট ব্যাংকিং চালুর ফলে দেশের প্রত্যন্ত এলাকার গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ টাকা জমা এবং উত্তোলন, ডিপিএস, এফডিআর, ফান্ড ট্রান্সফার, বৈদেশিক রেমিটেন্স, ইউটিলিটি বিল ও বিমা প্রিমিয়াম, ঋণ গ্রহণ এবং পরিশোধ, সরকারি ভাতা গ্রহণ, ডেবিট কার্ড এবং চেক বই গ্রহণ, স্কুলের বেতন প্রদানসহ অন্যান্য সেবা নিতে পারবেন। সেবাটি চালুর মূল লক্ষ্য তুলে ধরে ফজলে হাসান আবেদ বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রান্তিক অঞ্চলে থাকা দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা। নতুন এই সেবা গ্রামীণ অর্থনীতির অগ্রগতিতে ভূমিকা রাখবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
md.shamim khan ৩০ ডিসেম্বর, ২০১৮, ৯:২৫ পিএম says : 0
আমি একটা এজেনট ব্যাংক নিতে চাই কি করতে হবে???
Total Reply(0)
Md sojib ahmed ৫ জানুয়ারি, ২০১৯, ২:১৯ এএম says : 0
আমি একটা এজেন্ট ব্যাংক কিং নিতে চায়। ঢাকা সাভার জিরানী বিকেএসপির পাশে জিরানীতে কি কি লাগবে।
Total Reply(0)
khairul islam ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৮ এএম says : 0
আমি একটা এজেন্টশীপ হতে চাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন