শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নায়ক-নায়িকার একটু বয়স বাড়লে নির্মাতারা তাদের নিয়ে খুব একটা ভাবেন না -মৌসুমী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকাদের একটু বয়স বাড়লেই তাদের নিয়ে নির্মাতারা খুব একটা ভাবেন না। বলেন, বয়স হয়ে গেছে। অথচ বয়স হলেও একজন নায়ক বা নায়িকার যে দীর্ঘ দিনের অভিজ্ঞতা সেটা নিয়ে তারা ভাবেন না। এটা দুঃখজনক। এ কারণে অনেক গুণী শিল্পীও নিজেদের গুটিয়ে নেন। তবে আমি আশাবাদী এমনটি থাকবে না। পরিবর্তন আসবে। কথাগুলো বললেন চিত্রনায়িকা মৌসুমী। আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাবে মৌসুমী অভিনীত সিনেমা রাত্রির যাত্রী। সিনেমাটিতে কেন্দ্রয়ি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নিয়ে মৌসুমী বলেন, রাত্রির যাত্রী দারুণ গল্পের সিনেমা। এ ধরনের গল্পের সিনেমা সাধারণত আমাদের দেশে খুব একটা দেখা যায়না। সিনেমাটি নির্মাণে পরিচালক হাবিবুর রহমান হাবিবের পরিশ্রম অনেক কাছ থেকে দেখেছি। একজন মানুষ তার স্বপ্নপূরণের জন্য এতো কষ্ট করতে পারেন তা আমার জানা ছিলনা। আশা করি, তার শ্রম বিফলে যাবে না। তিনি বলেন, বেশ কয়েক বছর আগে সিনেমাটিতে অভিনয় করেছি। গ্রামের গরিব ঘরের সহজ-সরল শিক্ষিত নারী ফাতেমা পারভীন ময়না চরিত্রে দেখা যাবে আমাকে। আমাদের সমাজের চেনা জানা অনেক নারীর ছায়া রয়েছে চরিত্রটিতে। সাধারণ একটি চরিত্রকে অসাধারণ করে তুলেছেন পরিচালক। বাবাহীন ময়না অসুস্থ মাকে নিয়ে সংসার চালান। ঢাকা শহরে এসে সে নানা ধরনের অভিজ্ঞতার মুখে পড়েন। পরে নতুন এক ময়না আবিস্কৃত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন