শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আগামী বছর থেকে পারমাণবিক নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত চুক্তিটি আগামী বছরের শেষের দিকে কার্যকর হবে। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ কার্যক্রমে সমর্থনকারীদের জোট দ্য নিউক্লিয়ার ওয়্যাপনস ব্যান মনিটর সোমবার তাদের বার্ষিক অগ্রগতি বিষয়ক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। গত বছর এই জোটটি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। নওরেজিয়ান পিপলস এইডের ঘোষিত নিউক্লিয়ার ওয়্যাপনস ব্যান মনিটরের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৭ সালে স্বাক্ষরিত প্রোহিবিটিশন অব নিউক্লিয়ার ওয়াপনস চুক্তিটিতে এরই মধ্যে ১৯টি দেশ সমর্থন দিয়েছে। চুক্তিটি কার্যকরের জন্য ৫০টি দেশের সমর্থন প্রয়োজন, যা পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার ওয়াপনসের (আইক্যান) নির্বাহি পরিচালক বিয়েট্রিস ফিন বলেন, ২০১৯ সাল শেষ হওয়ার আগেই আমরা ৫০টি দেশের সমর্থন পাওয়ার জন্য কাজ করছি। আমাদেরকে ২৫ থেকে ৩০টি দেশ জানিয়েছে তারা ২০১৯ সাল শেষ হওয়ার আগেই চুক্তিটিতে যোগ দিতে প্রস্তুত রয়েছে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর এ চুক্তিতে আপত্তি রয়েছে। তারা বলছে প্রচলিত যুদ্ধ ঠেকিয়ে রাখা পারমাণবিক প্রতিবন্ধকতাগুলোকে এ চুক্তি দূর্বল করে তুলবে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন