বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আন্তর্জাতিকতাবাদী লোকের সংখ্যা বাড়ছে

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতীয় নাগরিক পরিচয় দেয়ার বদলে মানুষ ক্রমবর্ধমান হারে নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস পরিচালতি এক জরিপে এমন তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এতে বলা হয়, বিকাশমান অর্থনীতির দেশগুলোতেই এ প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। এসব দেশের মানুষেরা বহির্মুখি এবং আন্তর্জাতিক মানসিকতাসম্পন্ন। পোলস্টার গ্লোবস্ক্যান ১৮টি দেশের ২০ হাজার মানুষকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিল। এদের মধ্যে অর্ধেকের বেশি (৫৬ শতাংশ) বিকাশমান অর্থনীতির দেশের মানুষ। তারা নিজেদের প্রথমত এবং মূলত বিশ্বের নাগরিক হিসেবে বিবেচনা করেন, জাতীয় নাগরিক নয়। এসব দেশগুলোর জরিপে অংশগ্রহণ করা মানুষের মধ্যে নাইজেরিয়ার ৭৩ শতাংশ, পেরুর ৭০ শতাংশ এবং ভারতের ৬৭ শতাংশ মানুষ এমন মনোভাব  পোষণ করেন। অপরদিকে শিল্পোন্নত দেশগুলোর মানুষেরা এর বিপরীত মনোভাব প্রকাশ করেন। যেমন, জার্মানির অল্প মানুষই নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে বিবেচনা করেন।  জার্মানিতে মাত্র ৩০ শতাংশ মানুষ নিজেদের বিশ্ব নাগরিক মনে করেন বলে জানিয়েছেন। ২০০১ সালে জরিপ শুরু হওয়ার পর থেকে জার্মানিতে বিশ্ব নাগরিক বলে মনে করা মানুষের এটিই সর্বনিম্ন হার বলে গ্লোবস্ক্যানের লিওনেল বেলিয়ার জানিয়েছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন