বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্যারিস্টার মইনুলকে ভোলার আদালতে হাজিরের নির্দেশ

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটুক্তির অভিযোগে ভোলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলায় আগামী ১৮ নভেম্বর স্ব-শরীরে ভোলার আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

গত বুধবার ভোলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছানাউল হক এই আদেশ প্রদান করেন। মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট সোয়েব হোসেন মামুন মামলার বিবরণে উল্লেখ করেন গত ১৬ অক্টোবর একাত্তর টিভির নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে একাত্তর টিভির জার্নালের একটি টক শোতে অবমাননা করে বক্তব্য দেন আসামি ব্যারিস্টার মইনুল হোসেন তার বক্তব্যে নারী সমাজের হেয় করা হয়েছে এবং তার বক্তব্য মানহানিকর। তাই গত ২১ অক্টোবর ভোলা যুব মহিলা লীগের আহব্বায়ক খাদিজা আক্তার স্বপ্না বাদী হয়ে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেন। আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোঃ ছানাউল হক মামলাটি গ্রহণ করে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্বে জুডিশিয়াল তদন্ত প্রদান করেন। ঐ তদন্ত রিপোর্ট প্রদানের পর গত বুধবার দুপুরে বিজ্ঞ বিচারক আসামী ব্যারিস্টার মইনুল হোসেনকে আগামী ১৮ নবেম্বর ভোলার আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন