বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পদত্যাগ করলেন মেরিনারের দুই কর্মকর্তা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এবার হকি ফেডারেশন থেকে পদত্যাগ করলেন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের দুই কর্মকর্তা। গতকাল বিকেলে হকি ফেডারেশনে এসে নিজেদের পদত্যাগপত্র জমা দেন ফেডারেশন যুগ্ম সম্পাদক ও মেরিনার কর্মকর্তা বদরুল ইসলাম দিপু ও সদস্য নজরুল ইসলাম মৃধা। ফেডারেশনের অ্যাডহক কমিটিতে মেরিনারের তিনজন প্রতিনিধির মধ্যে দু’জন ছিলেন দিপু ও নজরুল। গত ৭ জুন প্রিমিয়ার লিগে মোহামেডান-মেরিনার শেষ ম্যাচটি অসমাপ্ত ছিল। খেলা ১-১ গোলে ড্র থাকার সময় মেরিনার মাঠে থাকলেও মোহামেডান মাঠের বাইরে ছেড়ে চলে গেলে ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরে লিগ কমিটি কোনো সিদ্ধান্ত না দিতে পারায় দু’দলই মাঠ ছেড়ে যায়। লিগ কমিটি ব্যর্থ হওয়ায় সিদ্ধান্তের ভার পরে হকি ফেডারেশনের গভর্নিং বডির (জিবি) উপর। অবশেষে প্রায় ৫ মাস পার আসে সিদ্ধান্ত। গত ৩০ অক্টোবর জিবি সভায় মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে এই সিদ্ধান্তকে প্রহসনমূলক বলে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেন মেরিনারের এ দুই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন