শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সখিপুরে আদালতের নোটিশের পরও অবকাঠামো পরিবর্তন করে জবরদখল

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

টাঙ্গাইলের সখিপুর কালিদাস বাজারে আদালতের নির্দেশ অপমাননা করে গতকাল শুক্রবার কতিপয় দুস্কৃতিকারীরা কালিদাস মৌজার সিএস ২০০ খতিয়ানের ৬৬৪দাগে বাজারের পশ্চিম পাশে কালিদাস-সখিপুর সড়কের দক্ষিন পাশে অবকাঠামো পরিবর্তন করে জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে। এলাকার লোকজন জানায়, উক্ত দাগের জমি করটিয়ার আজাদ তালুকদারের ক্রয়সূত্রে মালিক রফিকুল ইসলাম। জবরদখল করার কারনে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতে আপীল করলে(নং৫৭/১৪) বিজ্ঞ আদালত আজিজ মাষ্টার,সুমন মিয়া,বাদল মিয়া গং দের নামে নোটিশ জারি করে ১০কার্যদিবসের মধ্যে কারন দর্শানোর জন্য। নোটিশটি গত বৃহস্পতিবার রাতে তাদের হাতে এসে পৌছে। নোটিশ পাওয়ার পর আদালতকে অবজ্ঞা করে গতকাল শুক্রবার ভোর থেকে উক্ত দাগে অবকাঠামো পরিবর্তন করে দ্রুতগতিতে টিনের ঘর উত্তোলন করতে দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়,কালিদাস মৌজার ৬৬৪নং দাগে দোকানঘর ভাড়াটিয়া আবুল,শাহিনুর,আবু সাইদ,জামাল,সুমন,নাছির গংদের নির্দেশে মিস্ত্রি আলমগীর ও শাকিল নতুন করে ঘরের কাজ করছে। মামলার বাদী রফিকুল ইসলাম বলেন,দুস্কৃতিকারীরা জমি জবরদখল করে আদালতের নির্দেশ অবজ্ঞা করে নতুন করে টিনের ঘর নির্মান করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন