শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাগুরায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আমাদের সংসদ চলবে ইসলামী বিধান মতে, রাশিয়া চীন বা অন্য দেশের সংবিধানে নয়। হেফাজতে ইসলামের মহাসচিব শায়কুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার রাতে মাগুরা শহরের নোমানি ময়দানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাগুরার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।তিনি বলেন, এ দেশের মালিক আল্লাহ। সংসদের মালিকও আল্লাহ। তা হলে আমাদের সংসদও চলবে তার বিধানমতে।চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার মুহাদ্দিস হেফাজত নেতা বাবুনগরী রাত ১১টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে তার বক্তব্য শুরু করেন।

তিনি বলেন, বলেন, আমরা হিন্দু হিসেবে জন্ম নিইনি। বৌদ্ধ হিসেবেও জন্ম নিইনি। আল্লাহ করুণা করে আমাদের মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন। আমাদের শক্তি ইসলাম। ইসলামের নিজস্ব একটি শক্তি রয়েছে। সেই শক্তি আমাদের ব্যবহার করতে হবে। আমরা দেশে ইসলামের বিরুদ্ধে যে কোনো প্রকার ষড়যন্ত্র শরীরের রক্ত দিয়ে হলেও প্রতিহত করব।তিনি বলেন, যো কোরআনকে অবমাননা করেছে। আমরা তার শাস্তি চেয়েছি। কিন্তু সরকার তাকে আটক করলেও জামিনে মুক্তি দিয়েছে। আমরা ইসলাম ও কোরআনের অবমাননাকারী এসব নাস্তিক বøগারদের ফাঁসির জন্য সংসদে আইন করার দাবি করছি।বাবুনগরী এক ঘণ্টার বক্তব্য শেষে রাত ১২টায় ১৫ মিনিট ধরে মোনাজাত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন