শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আরেকটি শিরোপার স্বপ্ন কিশোরদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

সাফ অনুর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপায় চোখ বাংলাদেশের কিশোরদের। টুর্নামেন্টের ফাইনালে আজ লাল-সবুজদের প্রতিপক্ষ পাকিস্তান। নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। ২০১১ সালে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার কিশোরদের এই টুর্নামেন্টে বাংলাদেশের এটি দ্বিতীয়বার ফাইনালে ওঠা। এ ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে পারবে বাংলাদেশ কিশোর দল। এর আগে ২০১৫ সালে সিলেটে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজরা। তখন অনূর্ধ্ব-১৬ দলকে নিয়ে টুর্নামেন্টটি হলেও ২০১৭ সালে থেকে এএফসি টুর্নামেন্টের সঙ্গে সঙ্গতি রাখার জন্য অনূর্ধ্ব-১৫ দলকে নিয়ে হচ্ছে সাফের আসর। এটা টুর্নামেন্টের পঞ্চম আসর। ঘরের মাঠে ২০১৫ সালে শিরোপা জিতলেও পরের আসরে তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। গত বছর এই নেপালে অনুষ্ঠিত সাফের চতুর্থ আসরে তৃতীয়স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দলকে।

বলা যায় এবার সেই হারানো শিরোপা পুনরুদ্ধারের মিশন লাল-সবুজদের। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে সেমিফাইনালেই বিদায় করে দিয়েছে বাংলার অদম্য কিশোররা। এখন শুধু ফাইনালে পাকিস্তান বাঁধা টপকানোর পালা। এই বাঁধা টপকে সাফের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে বদ্ধপরিকর কোচ মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। সে লক্ষ্যেই আজ খেলতে নামবে বাংলাদেশ কিশোর দল।

শেষ চারে ভারতের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জিতলেও জয় উদযাপন করেনি বাংলাদেশ দল। কারণ আত্মতুষ্টিতে ভুগতে চায় না তারা। দলের সবার একটাই লক্ষ্য ফাইনালে জেতা। সেই লক্ষ্যপূরণে দৃঢ় প্রতিজ্ঞ টিম বাংলাদেশ। সেমিফাইনালে জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক মেহেদী হাসান। যার কাধে রয়েছে অধিনায়কের গুরুভারটিও। ফাইনাল জিতে বাংলাদেশের পতাকা নেপালের মাটিতে উড়ানোর লক্ষ্য এই কিশোরের। পাকিস্তানকে মোকাবেলার আগে গতকাল মেহেদী বলেন, ‘ফাইনাল ম্যাচটার দিকেই আমাদের সব মনযোগ। এই ম্যাচটা জিততেই হবে আমাদের। ম্যাচ জিতলে বাংলাদেশের পতাকা বিদেশের মাটিতে উড়াতে পারবো। পাকিস্তান শক্ত প্রতিপক্ষ। সেটি আমাদের মাথায় আছে। যে কোন কিছুর বিনিময়ে ফাইনাল জিততে চাই। এতদিন স্যাররা আমাদের যা শিখিয়েছেন সেটি যদি মাঠে প্রয়োগ করতে পারি ইনশাল্লাহ ম্যাচে আমরাই জিতবো।’

শিষ্যর সুরে সুর মেলালেন দলের প্রধান কোচ মোস্তফা আনোয়ার পারভেজও, ‘ম্যাচ বাই ম্যাচ খেলে ছেলেরা ফাইনালে এসেছে। সম্পূর্ণ কৃতিত্বই তাদের। আমরা তাদের যেভাবে বলেছি, যে কৌশল অবলম্বন করতে বলেছি তারা সেটিই করেছে। পাকিস্তান শক্ত প্রতিপক্ষ হলেও ফাইনালে আমার ছেলেরা সেরাটাই খেলবে বলে আশা রাখি আমি।’ প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। তবুও এই ম্যাচে নিজেদের এগিয়া রাখলেন কিশোরদের কোচ, ‘আমার মতে টুর্নামেন্টে পাকিস্তান সবচেয়ে থেকে শক্তিশালী দল। শারীরিক গঠনে তারা আমাদের থেকে বেশ এগিয়ে। আমাদের ফুটবলাররা সেভাবেই পাকিস্তান দলকে মোকাবেলা করবে। তাদের দুর্বলতা এবং সবলতা নিয়ে আমরা কাজ করেছি। আমার দলে বড় কোন ইনজুরি নেই। সবাই সুস্থ আছে। ফাইনালে ভাল খেলতে মুখিয়ে আছে তারা।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। আর এ জন্য কোচ পারভেজ কৃতিত্ব দিচ্ছেন ফুটবলারদেরই। ফাইনালের জন্য তার দল প্রস্তুত বলেও জানান কোচ। তার কথায়, ‘বিষয়টা খুবই আনন্দের যে আমরা এই পর্যন্ত একটি ম্যাচও হারিনি। ফুটবলাররা উজ্জীবিত আছে। ফাইনালে ফুটবলাররা তাদের শতভাগ দেয়ার জন্য প্রস্তুত আছে। এখন শুধু প্রয়োজন দেশবাসীর দোয়া।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন