বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতেই স্বাধীনতা বিরোধীরা ৩রা নভেম্বর জেল হত্যা চালিয়েছিল -ভূমিমন্ত্রী

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ৪:২৫ পিএম

পাবনায় গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন সকালে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে এবং ক্যাপ্টেন এ্যাডভোকেট শহীদ এম .মনসুর আলীসহ জেলে শহীদ চার জাতীয় নেতার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় । এ সময় এক মিনিট নিরবতা পালন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি , ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি বলেন, বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতেই স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধীরা ৩রা নভেম্বর পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কারাগারে জাতীয় চার নেতাকে গুলি চালিয়ে হত্যা করে। ভূমিমন্ত্রী বলেন, ৩রা নভেম্বর পাবনাবাসীর জন্য একটি বিশেষ তাৎপর্যের দিন। কেননা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর চার নেতার এক নেতা মনসুর আলী পাবনার নেতা ছিলেন। এ দিনটি পাবনা জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় আওয়ামীলীগের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন