বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শুধু ফ্রান্সেই দাপুটে পিএসজি!

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:১২ এএম, ৩০ এপ্রিল, ২০১৬

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে ইউরোপিয়ান ফুটবলে আরো একটি মৌসুম শেষ হতে চলেছে। কিছুসংখ্যক ম্যাচ বাকি। কিন্তু এরই মধ্যে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে বেশ কয়েকটি দল। আবার লিগের শেষ সময়ে এসে কোথাও আবার যোগ হয়েছে বাড়তি রোমাঞ্চ। ফ্রান্সের ঘরোয়া শীর্ষ ফুটবল (সকার) লিগ ‘ফ্রেঞ্চ লিগ ওয়ান’-এর কথাই ধরুন। ৮ ম্যাচ হাতে রেখেই সেখানে শিরোপা নিশ্চিত করে ফেলেছে রাজধানীর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি। লিগ ওয়ানের ইতিহাসে যা কম ম্যাচ খেলে শিরোপা জয়ের রেকর্ড। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির শিরোপা জয়ের অতীত রেকর্ডও ছিল। ১৯৮৫-৮৬ মৌসুমের শিরোপা জয়ের পর দ্বিতীয় শিরোপর জন্য অপেক্ষা করতে হয় ৮ বছর। ১৯৯৩-৯৪ মৌসুমের পর আবারো দীর্ঘদিনের বিরতীতে যায় ‘লাল-নীল’ খ্যাত দলটি। এসময় দলের ভাগ্য পরিবর্তনের জন্য স্বত্বাধিকার কিনে নেন কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট। এরপর একেবারে ঢেলে সাজানো হয় দলটিকে। ইউরোপের নামজাদা সব দল থেকে উড়িয়ে প্যারিসে নিয়ে আসা হয় জøাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি, ডেভিড সিলভা, লুকাসের মত খেলোয়াড়। চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নতুনভাবে যোগ দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা রাইট উইঙ্গার এঞ্জেল ডি মারিয়া। প্রায় দেড় যুগ পর নতুন জৌলুস নিয়ে আবারো ঘুরে দাড়ায় দলটি। ফিরেই এ নিয়ে টানা চার মৌসুম জিতল লিগ শিরোপা। ২০০৬-০৭ মৌসুমে ৩৩ ম্যাচ পর শিরোপা নিশ্চিত করেছিল অলিম্পিক লিঁও। তাদের চেয়ে ৩ ম্যাচ কম খেলে এবার শিরোপা জিতেছে পিএসজি। তবে ঘরের মাঠে এমন একক আধিপত্য দেখালেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখনো অনভিজ্ঞ তারা। মানসম্পন্য সব খেলোয়াড় নিয়েও বার বার এক জায়গায় গিয়ে ছন্দ হারিয়ে ফেলছে দলটি। শেষ তিন মৌসুম কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। দলের বর্তমান প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফিও অবশ্য আশাবাদী ইউরোপিয়ান প্রতিযোগিতায় তার দলের ভাগ্য ফেরাতে। আরব ধনকুবেরের হাতে যখন দলের ভার ততক্ষণ দলের ভাগ্য পরিবর্তন হতে আর কতক্ষণ।
ওদিকে তিন ম্যাচ হাতে রেখে ইতালিয়ান সেরি আ’ শিরোপা জিতেছে জুভেন্টাস। তারা গড়েছে ইতিহাসের প্রথম দল হিসেবে ঘরোয়া লিগে দ্বিতীয়বারের মত টানা ৫ বার শিরোপা জয়ের রেকর্ড। এছাড়া জার্মান বুন্দেসলিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার পথেই আছে যথাক্রমে বায়ার্ন মিউনিখ ও লেস্টার সিটি। কিন্তু শেষ সময়ে এসে জমে উঠেছে স্প্যানিশ লা লিগার লড়াই। টানা ৪ ম্যাচ জয়হীন থেকে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। স্প্যানিশ লিগে আর মাত্র ৩ রাউন্ডের খেলা বাকি। অথচ মাত্র এক পয়েন্টের ব্যবধানে দাঁড়িয়ে শীর্ষ তিন দল। সমান ৮২ পয়েন্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের। এক পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। মুখোমুখী লড়াইয়ে এগিয়ে থাকায় যদিও শীর্ষেই আছে মেসি, নেইমার, সুয়ারেজদের দলটি।

শিরোপায় পিএসজি
ঘরোয়া শিরোপা
প্রতিযোগিতা শিরোপা
লিগ ওয়ান ৬টি
কাপ ডে ফ্রান্স ৯টি
কাপ ডে লা লিগ ৬টি
ট্রফি দেস চ্যাম্পিয়ন ৫টি
ইউরোপিয়ান শিরোপা
প্রতিযোগিতা শিরোপা
উয়েফা কাপ উইনার্স কাপ ১টি
উয়েফা ইন্টারটোটো কাপ ১টি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন