তথ্যমন্ত্রী হাসানুল ইনু বলেন, সংলাপের মধ্যদিয়েই শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে সরকার। তিনি বলেন, সংলাপ কেবল শুরু হয়েছে। আমার বিশ্বাস, সংলাপের মধ্য দিয়েই নিবন্ধিত সব দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। গতকাল শনিবার সকাল ১১ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার সময় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপকে সাধুবাদ জানিয়ে তড়িত সিদ্ধান্ত নিয়ে প্রায় ৪ ঘণ্টা আলোচনা করেছেন। আপনারা সংলাপকে চাল হিসেবে গ্রহণ করবেন না। যদি এটাকে চাল হিসেবে গ্রহণ করেন তা হবে দুঃখজনক। এ সময় ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য ৫টি প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। প্রশ্নগুলো হলো, রাজবন্দী কারা এবং এদের তালিকা দিন, রাজনৈতিক মামলার সংজ্ঞা কি, নির্দলীয় ও নিরপেক্ষ ব্যক্তি খোঁজার উপায় কি, নিরপেক্ষ ব্যক্তি কে দেশের প্রধানমন্ত্রী বানানো হবে, সংবিধানের কোথায় এটা লেখা রয়েছে। বন্দুকের নলের কাছে বিচারিক ক্ষমতা দেওয়া ঠিক হবে কি না? তিনি বলেন, এ প্রশ্নগুলোর সমাধান হলে অনেক বিভ্রান্তি দূর হবে। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন প্রমুখ।
পারদ মেশানো গোশত খেয়ে দুই যুবকের মৃত্যু
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে পারদ মেশানো কবুতরের গোশত খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরও একজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, রংপুর জেলার কোতোয়ালী থানার পুটিমারী গ্রামের হিরু মিয়ার ছেলে সুলতান (২৫) ও একই জেলার কাউনিয়া থানার হারাগাছা গ্রামের আব্দুস ছামাদ মিয়ার ছেলে আনোয়ারুল (২৫)।
এ ঘটনায় গুরুতর অসুস্থ রাব্বানী (২৫) নওগাঁ জেলার মান্দা থানার চরগোপাল গ্রামের বাসিন্দা। সে গোড়াই এলাকার একটি মুদির দোকানে কর্মচারী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই তিন যুবক গত শুক্রবার রাতে নিজেরা কবুতরের গোশতে পারদ মিশিয়ে খায়। পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে সুলতান ও আনোয়ারুলের মৃত্যু হয়। এছাড়া রাব্বানীর অবস্থার অবনতি হলে বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। অসুস্থ রাব্বানী জানায়, শারীরিক ক্ষমতা বৃদ্ধির জন্য কবুতরের গোশতে পারদ মিশিয়ে খেয়ে তারা তিনজনই অসুস্থ হয় পড়ে ।
এ ব্যাপারে মির্জাপুর থানার (এসআই) আশিকুজ্জামান বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন