বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর হামলায় ড. কামালের ক্ষোভ, মুক্তি দাবি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন কারাবন্দি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশি হেফাজতে রংপুর আদালতে হাজিরা দেয়ার সময় আজ রোববার তার ওপর হামলার ঘটনা ঘটে। রোববার এক বিবৃতিতে ড. কামাল হোসেন এ ক্ষোভ প্রকাশ করেন।
গ্রেফফতারকৃত অবস্থায় রংপুর আদালতে তাকে হাজিরা দিতে নিয়ে গেলে সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তার ওপর আক্রমণ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে ড. কামাল বিবৃতিতে বলেন, পুলিশি হেফাজতে আদালতে তার ওপর আক্রমণ অত্যন্ত গর্হিত ও ন্যাক্কারজনক কাজ। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই। একই সঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেনের অবিলম্বে মুক্তি দাবি করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
একজন দীনমজুর ৪ নভেম্বর, ২০১৮, ১০:৩১ পিএম says : 0
ব্যারিস্টার মাইনুল সাহেব উপর নগ্নহামলা | নোংরা রাজনিতির বহিপ্রকাশ | জনগন দেখেছে নিন্দা জানানোর ভাষা নেই | এদের এহেন আচারনের কারনে হাজারো উন্নয়ন ম্লান হয়ে যায় |
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন