বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সোনাগাজীতে উৎপাদন হবে ২০০ মেগাওয়াট সৌর ও বায়ু বিদ্যুৎ

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সোনাগাজীতে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশের বৃহৎ সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সোনাগাজী উপজেলার দক্ষিন অংশে ছোট ফেনী ও বড় ফেনী নদীর মোহনায় চরাঞ্চলে প্রায় এক হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি। ইতিমধ্যে ভ‚মি অধিগ্রহনের কাজ শেষকরে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেল এর তত্ত¡াবধানে ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ফিজিবিলিটি স্টাডি করার জন্য কনসালটেন্ট নিয়োগ প্রায় চুড়ান্ত।

সূত্র জানায়, প্রাথমিক পযার্য়ে সৌর বিদ্যুৎ প্রকল্প হতে ১০০ মেগাওয়াট ও বায়ু বিদ্যুৎ প্রকল্প হতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শণ করেন।
প্রকল্প পরিচালক ড. কাজী হুমায়ন কবির জানান, বিদ্যুৎ প্রকল্পটি দেশের প্রথম হাইব্রিড যা এশিয়া ও আন্তর্জাতিক পরিসরে মডেল হিসাবে গণ্য হবে। চলতি অর্থ বছরে প্রকল্পের কাজ শুরু হতে পারে।

এলাকাবাসী জানান, দেশে যে হারে বিদ্যুৎ এর চাহিদা বৃদ্বি পাচ্ছে এ প্রকল্প চালু হলে ফেনী জেলাসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিদ্যুতের লোডশেডিং আর থাকবে না।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন