শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের নির্বাচন স্থগিত

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে ভোটার তালিকায় ভুল সংশোধনের আবেদনের প্রেক্ষিতে উপজেলার ৭নং দেওকলস ইউনিয়নের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। চলতি মাসের ১৩ তারিখে একটি রীট পিটিশনের শুনানী শেষে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এই স্থগিতাদেশ দেন। গত ২০ মার্চ দশঘর ও দেওকলস ইউনিয়নের ভোটার তালিকা সংশোধনের আবেদন জানিয়ে উপজেলার শাহবাজপুর গ্রামের বাছা মিয়া’র ছেলে ফারুক মিয়া (৪০) আদালতে একটি রীট পিটিশন দায়ের করেন। রীট পিটিশন নং ৩২৫৫/২০১৬। রীট পিটিশনের শুনানি শেষে তিন মাসের জন্য ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্টের বিচারক সৈয়দ মোহাম্মদ তস্তগির হোসাইন এবং একেএম শাহিদুল হক। জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। আগামি ৭ মে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টিতে ইউনিয়ন নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই ৭টি ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতিও প্রায় সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে ওই ৭টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য’সহ প্রার্থীরা রাত-দিন চালিয়ে যাচ্ছেন নির্ঘুম প্রচারণা। হঠাৎ করে গতকাল বুধবার বিকেলে দেওকলস ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ার খবর পেয়ে প্রার্থী ও সমর্থকরা মানুষিকভাবে অনেকটা ভেঙে পড়েন। তবে আবেদনকারি ফারুক মিয়া কার স্বার্থ রক্ষায় আসন্ন নির্বাচন বন্ধ করতে এমন পদক্ষেপ গ্রহণ করেন তা এখনো সুস্পষ্ট নয়। এলাকাবাসী মনে করেন একটি সুবিধাভোগী মহল পর্দার আড়ালে থেকে ফারুক মিয়া’কে সামনে রেখে এই স্থগিতাদেশ জারি করেছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের দাবি কর্তৃপক্ষ আইনের মাধ্যমে রীট বাতিল করে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করবেন। এ ব্যপারে উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান বসুনীয়া সাংবাদিকদের বলেন তাদের কাছে এখনও এ ধরনের কোনো অফিস নির্দেশনা আসেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন