নির্বাচন কমিশন আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করে রামগড়ে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার রাতে মিছিলটি রামগড় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে রামগড় বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু । তিনি তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, দেশ বিদেশের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। তিনি প্রতিটি নেতাকর্মীদের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় নৌকা মার্কার সমর্থনে গণজোয়ার গড়ে তুলে জননেত্রী শেখ হাসিনাকে খাগড়াছড়ির সংসদীয় আসন উপহার দেয়ার আহ্বান জানান।
এসময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন