বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আলেপ্পোকে বাইরে রেখেই সিরিয়ায় আংশিক যুদ্ধবিরতি ফের হাসপাতালে হামলা সিরিয়ার জঙ্গি বিমানের

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় ফের বিমান হামলার শিকার হয়েছে আরেকটি হাসপাতাল। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আলেপ্পোর আল-মারজা এলাকায় এক ক্লিনিকে গত শুক্রবার বিমান হামলা চালানো হয়। সিরিয়ার সরকারি বাহিনী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে দিকে আলেপ্পো শহরকে বাইরে রেখেই আংশিক যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে সিরিয়ায়। স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। হাসপাতাল ভবনটির কিছুই আর অবশিষ্ট নেই। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হলে মৃতের সংখ্যা আরো অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ক্লিনিকটিতে গত পাঁচ বছর ধরে দাঁত ও জটিল রোগের চিকিৎসা দেয়া হচ্ছিল। হোয়াইট হেলমেট নামে সিরিয়ার স্থানীয় একটি স্বেচ্ছাসেবক সংস্থা জানিয়েছে, এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো হাসপাতালের ওপর বিমান হামলা চালানো হলো। আল-মারজার পার্শ্ববর্তী ক্লিনিকে এই হামলায় এক নার্সসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশের আল-কুদস নামের এক শিশু হাসপাতালে বিমান হামলা চালানো হয়, যাতে অন্তত দুই চিকিৎসকসহ ৩৫ জন নিহত হয়। আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠন ডক্টর উইদাউট বর্ডার্স (ফরাসি এমএসএফ) এই হাসপাতালের পরিচালনা ও ব্যয়ভার বহন করত। আল-জাজিরার তথ্য অনুযায়ী, বুধবার রাতে হাসপাতালে হামলার পর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অন্তত ৪০টি জেট বিমান হামলা চালানো হয়েছে আলেপ্পোতে। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে চালানো এসব হামলায় দুই শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে শুক্রবার বিদ্রোহীরা আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত অংশে মসজিদে শেল হামলা চালায়, যাতে আটজন মারা যায়। বিবিসি, রয়টার্স, আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন