বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গার্মেন্টস মেশিনারিজ টেকনোলজি এক্সপো শেষ হলো

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পোশাক শিল্পের যন্ত্রপাতি, ফেব্রিক্স, সুতাসহ বিভিন্ন উপকরনের পসরা বসেছিল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে। তিনদিনের গার্মেন্টস মেশিনারিজ এক্সেসরিজ টেকনোলজি এক্সপোর পর্দা নেমেছে গতকাল শনিবার। এই প্রদর্শনীর মাধ্যমে আমদানী রফতানিকারকদের যোগাযোগের পাশাপাশি রপ্তানি বানিজ্য বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস পোশাক খাত। এই শিল্পের আধুনিক সব প্রযুক্তিসহ বিভিন্ন যন্ত্রাংশের পসরা বসেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়।
প্রদর্শনীর নাম, গার্মেন্টস মেশিনারিজ এক্সেসরিজ টেকনোলজি এক্সপো। তৃতীয় এই আসরে নতুন প্রযুক্তির সাথে পরিচিতির পাশাপাশি বাড়তি সব সুযোগ ছিল উদ্যোক্তাদের জন্য। আর তাই গতকাল সরকারি ছুটির দিনে ভিড় চিল দর্শনার্থীদের। প্রদর্শনীতে তৈরি পোশাকের বিভিন্ন দেশের উপকরণ স্থান পেয়েছে। পাশাপাশি বাহারি রকমের অফিস স্টেশনারিও রয়েছে এখানে। এর মাধ্যমে বিদেশি ক্রেতাদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করা সম্ভব বলে মনে করেন অংশগ্রহণকারীরা। আয়োজনে আসা বেশিরভাগ দর্শনার্থীই পোশাক খাতের সাথে জড়িত। তাদেরও প্রত্যাশা, এর মধ্যদিয়ে খুলবে ব্যবসার নতুন নতুন দ্বার। টেক্সেটেকে অংশ নেয় বিশ্বের ৬টি দেশের ৪০ টি প্রতিষ্ঠান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন