শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বগুড়ায় হাফেজি মাদাসার উদ্বোধন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কোরআনের হাফেজ তৈরির পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল ও সাধারণ শিক্ষার ব্যবস্থা রেখে বগুড়া সদরের নামুজার নিভৃত পল্লীতে একটি নতুন মাদরাসার নবযাত্রা শুরু হল। গতকাল বগুড়া সদরের নামুজা ই্উনিয়নের নিভৃত পল্লী ভান্ডারী পাড়ায় ‘রহিমা দারুল সুন্নাহ কোরআন বহুমুখী হাফেজি মাদরাসা’ নামক সদ্য স্থাপিত এই মাদরাসার আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে মাদরাসা চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেণ সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন।

মাদরাসার অন্যতম উদ্যোক্তা আজিজুল ইসলাম বুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন টিএমএসএসের পরিচালক (এইচ আর এডমিন) শাহজাদী বেগম, এনজিও সংস্থা নিডোর নির্বাহী পরিচালক রোটা. রফিকুল ইসলাম ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু। সভায় উদ্যোক্তারা জানান, মাদরাসাটিতে দরিদ্র ও এতিমদের বিনামূল্যে থাকা-খাওয়া ও পড়াশোনার বিশেষ সুযোগ থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন