শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

যে রেকর্ডটি চাননি ইমরুলও

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কাইল জার্ভিসের দারুণ ডেলিভারিতে রেজিস চাকাভার দুর্দান্ত ক্যাচ। টেস্ট ক্যারিয়ারে শূন্য রানে আউট হওয়ার স্বাদ ইমরুল কায়েস পেলেন চতুর্থবার। কিন্তু এই শূন্য তাকে এনে দিল এমন এক রেকর্ড, যেটি তিনি চাননি। গতকাল মিরপুরে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৬ বল খেলেও রানের দেখা পাননি ইমরুল। বাংলাদেশের কোনো ওপেনারের সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এটিই।

ইমরুলের আগে দীর্ঘদিন এই রেকর্ডটি ছিল হান্নান সরকারের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে গ্লেন ম্যাকগ্রার বলে আউট হয়েছিলেন ১৩ বল খেলে শূন্য রানে। ১২ বল খেলে শূন্য রানে আউট হওয়ার স্বাদ পেয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। ২০০১ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে আল শাহরিয়ার, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে শামসুর রহমান। সব পজিশন মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড মঞ্জুরুল ইসলামের। ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে এই বাঁহাতি পেসার আউট হয়েছিলেন ৩৯ বলে শূন্য রানে।

ওপেনিংয়ে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার বিশ্বরেকর্ড নিউ জিল্যান্ডের ড্যারিন মারির। ১১৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ডানেডিন টেস্টে শূন্য করেছিলেন ৩৯ বল খেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন