শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমি আর আমার কয়েকজন ইউনিভার্সিটি পড়ুয়া বন্ধু এবং বান্ধবী একই সঙ্গে একটি বাসা ভাড়া নিয়ে থাকি, একসাথে আড্ডা দিই, খাওয়া দাওয়া করি, হ্যাং আউট করি, ইসলামে কি এটি অ্যালাউড আছে?

মিরাজ মাহমুদ
উত্তরা ঢাকা

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:১৪ এএম

উত্তর : ইসলামে এমন করার অনুমতি নেই। উঠতি বয়সী কিংবা প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে একসাথে বসবাস বা চলাফেরা নিঃশর্তভাবে করতে পারে না। একান্ত যদি করতেও হয়, তাহলে ছেলেরা আলাদা, মেয়েরা আলাদাভাবে এসব করবে। নিঃশর্তভাবে ছেলে মেয়ে একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া শরীয়ত বিরোধী কাজ। পরিপূর্ণ দূরত্ব, সতর্কতা, স্বাতন্ত্র্য, পর্দা ইত্যাদি মেনটেইন করে এসব করা যেতে পারে। তবে আপনার বর্ণিত স্টাইলে অবশ্যই নয়। এটি অনৈসলামিক পাশ্চাত্য সংস্কৃতি। ইসলামে এসব অ্যালাউড নয়।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
নুর আলম ১২ নভেম্বর, ২০১৮, ২:৫৯ এএম says : 1
আগের যুগে দাস দাসি ছিল। এবং দাসির সাথে শারিরীক সম্পর্ক জায়েজ ছিল কিন্ত বর্তমানে দাস দাসি এগুলো নেই তবে এখন দেখি টাকার বিনিময়ে ১ রাত্র অথবা কিছু সময়ের জন্য কিনে তাদের সাথে শারিরীক সম্পর্ক করা হয় ইসলামে এর যৌক্তিকতা কতটুকু। জানালে উপক্রিত হব।
Total Reply(0)
মোঃএমাদাদউল্লাহ ১২ নভেম্বর, ২০১৮, ৯:৩০ এএম says : 0
কুরআন হাদিস মত ব্যাখ্যা দিলে এখনকার ডিজিটাল কিছু ছেলে মেয়ে আছে ওরা বরবর যোগ মধ্যযোগিয় কায়দা এটা সেটা না যেনে মন্তব্য করে।মোট কথা তাদের জ্ঞানের অভাব এবং যা শিখেছে তাই বলতেছে।
Total Reply(0)
হাসান ১২ নভেম্বর, ২০১৮, ১১:৪০ এএম says : 2
দেশে অশ্লীলতা ও বেহায়াপনা ভয়াবহ রূপ ধারণ করেছে। না জানি আমাদের ওপর কবে গজব পড়ে। হে আল্লাহ রক্ষা কর। আমীন
Total Reply(0)
Mustafizur rahman ১২ নভেম্বর, ২০১৮, ১১:৪৪ এএম says : 1
পাশ্চাত্যের বস্তাপচা সংস্কৃতিতে গভীরভাবে নিমজ্জিত আমাদের যুবসমাজ। সবচেয়ে ভয়ানক বিষয় হলো- শরীয়তের গুরুতর লঙ্ঘনগুলোকে তারা এখন সহজভাবে দেখতে শুরু করেছে। মুসলিম সমাজ কোন দিকে যাচ্ছে আল্লাহই ভাল জানেন!!!
Total Reply(0)
আদনান ১২ নভেম্বর, ২০১৮, ১১:৪৬ এএম says : 0
মনে হচ্ছে, আর কয়দিন পরে কোনো পরিস্থিতির দোহায় দিয়ে মানুষ জেনা করারও অনুমতি চাইবে!!!
Total Reply(0)
Kamal ১২ নভেম্বর, ২০১৮, ২:৫২ পিএম says : 0
Thanks for this question and answer
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন