বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদক বিক্রেতাসহ ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর এলাকায় গাঁজা বিক্রয়ের দায়ে হরিপুর গ্রামের মৃত মিশু ম-লের ছেলে আশরাফুল আলী (৩৬) নামে এক মাদক বিক্রেতার ১ বছরের সাজা দিয়েছে ভাম্যমাণ আদালত। এ সময় গাঁজা সেবনের দায়ে কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের কেম আলীর ছেলে সাহেব আলী (৩৬), হরিপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে কামরুল ইসলাম ও মোজাফ্ফর আলীর ছেলে চুটু আলীকে ১ মাসের সাজা দেয়া হয়। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ইরতিজা আহসানের নির্দেশে গত সোমবার সন্ধ্যায় সহকারী (ভূমি) কমিশনার আফাজ উদ্দিনের নেতেৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কানসাট ইউনিয়নের বালুচর গ্রামে প্রকাশ্যে গাঁজা বিক্রয়ের সময় আটক করে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রয়ের দায়ে আশরাফুল ইসলামকে ১ বছর ও ৩ মাদক সেবীর ১ মাসের সাজা দেয়া হয়।
নবীন বরণ ও বিদায় সংবর্ধনা : উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন