শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যা মামলা স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদন্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১:২৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ তিনজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ সুলতানা রাজিয়া গতকাল বুধবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, ভিকটিমের দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের সালমা বেগম, তার পরকীয়া প্রেমিক একই গ্রামের সজল দেবনাথ ও আলাল মিয়া। এদের মধ্যে সালমা ছাড়া অন্য সবাই পলাতক রয়েছেন। এছাড়া এ মামলায় লিটন দেবনাথ নামে এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি দ্বীন ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের জগৎ বাজারের মুদি মালের ব্যবসায়ি ভাদুঘর গ্রামের আব্দুল করিম গত ২০১১ সালের ৫ জুন খুন হন। ওই দিনগত রাত ১২ টার দিকে ভাদুঘর মধ্যপাড়া মহল্লায় সালমাসহ তিন আসামি গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে আব্দুল করিমকে হত্যা করে। পরে তার লাশ বস্তাবন্দি করে পরদিন বসত ঘরেই রেখে দেয়া হয়। এর পরের দিনগত রাতে ভ্যানচালক লিটন দেবনাথের সহযোগিতায় কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন উড়শিউড়া এলাকায় খালে লাশ ফেলে দেয়া হয়। পুলিশ দুটি বস্তায় বন্দি লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী শিউলী বেগম বাদি হয়ে ৭জুন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সালমাসহ তিনজনকে গ্রেপ্তারের পর তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে হত্যার কথা স্বীকার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন