দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে জামিরুল ইসলাম (২৭) নামে বাংলাদেশী এক মানসিক প্রতিবন্ধী যুবক আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়েছে। গত সোমবার বেলা ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে মানসিক প্রতিবন্ধী যুবক জামিরুল ইসলাম মাথাভাংগা নদী পার হয়ে ১৫২/২ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খ-ে ঘোরাফেরা করার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিজ ক্যাম্পে নেয়। বিএসএফ’র হাতে মানসিক প্রতিবন্ধী যুবক আটকের খবর পেয়ে এবং তাকে ফেরত চেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ জামালপুর বিওপি’র অধিনায়ক নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক বিএসএফ’র কাছে পত্র পাঠায়। পত্র পেয়ে সন্ধ্যায় একই সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ মহিষকুন্ডি বিজিবি কোম্পনীর অধিনায়ক সুবেদার আমজাদ হোসেন এবং বিএসএফ’র পক্ষে ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ মেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর অমিত কুমার। প্রায় ৩০ মিনিটব্যাপী পতাকা বৈঠক শেষে বিএসএফ’র হাতে আটক মানসিক প্রতিবন্ধী যুবক জামিরুল ইসলামকে ফেরত দেয় বিএসএফ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন