বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আল্লামা হাবীবুর রহমান ছিলেন সাহসী কণ্ঠস্বর

আলোচনা সভায় মাওলানা ইসমাঈল নূরপুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

 বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মরহুম আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন ইখলাসের সাথে করেগেছেন। কারণ খেলাফতের কাজকে এগিয়ে নেয়া বিভিন্ন ইসলামীদল তথা মুসলিম উম্মাহর ঈমানী দায়িত্ব। আর এজন্যই মুসলিম উম্মাহর বিরুদ্ধে বিশ্বব্যাপী ইহুদী, মার্কিন, বৃটিশ ও ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্র চলছে। মুসলমানদের রক্ত নিয়ে সাম্রাজ্যবাদীরা খেল তামাশা করছে। সকল ষড়যন্ত্র রুখতে উম্মাহর প্রতিটি সদস্যকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। গতকাল বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. এর জীবন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় মজলিসের নায়েবে আমীর মাওলানা যুবায়ের আহমদ আনসারী বলেন, আল্লামা হাবীবুর রহমান দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র এবং নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেগেছেন। সুতরাং নাস্তিক মুরতাদরা যাতে কোনো আস্ফালন দেখাতে না পারে সে জন্যে আমাদের সজাগ থাকতে হবে। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ হোসাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল উবায়দুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন। প্রধান বক্তা ছিলেন প্রিন্সিপাল হাবীবুর রহমান রহ. এর সাহেবজাদা মাওলানা সামিউর রহমান মূসা। বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মুফতী আব্দুর রহীম সাঈদ, মাওলানা রহমত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা ওয়াজেদ আলী, মুফতি আব্দুল মুমিন, মাওলানা মাসউদ শিকদার, মাওলানা খালেদ সানেয়ার, ছাত্র মজলিসের তারিক বিন হাবিব, সাদিক সালিম, সালাহ উদ্দীন সাকি, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন