শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জানুয়ারীতে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন এক বছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে না। ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের ২৫ জানুয়ারি নির্বাচন হবে বলে জানিয়েছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় কেপিআইভুক্ত এলাকায় কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচন হওয়ার নিয়ম নেই। তাছাড়া সংসদ নির্বাচন নিয়ে সারা দেশের মতোই আমাদের চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত থাকবেন। তাই আমরা কার্যনির্বাহী পরিষদের সঙ্গে কথা বলে নির্বাচন পিছিয়ে দিচ্ছি। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এক বছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার পরিচালক সমিতির নির্বাচন হয়। আমরা সব সময় তা পালন করে আসছি। কিন্তু এবার তা পেছাতে হচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে পরিচালক সমিতির নির্বাচন হবে না। উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। তিনটি প্যানেল এই নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে ছিল আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব। নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব পদে নির্বাচিত হন। চলতি বছরে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও শাহ আলম কিরণ-সাফিউদ্দিন সাফি দুটি প্যানেল আলোচনায় আছে। নির্বাচনে একেকটি প্যানেলে ১৯টি পদের জন্য নির্বাচন করবেন প্রার্থীরা। মোট ভোটার সংখ্যা ৩৬৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন