শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অনুশীলনে ক্যারিবীয়রা

রুমু চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে ভারতের কাছে বিধ্বস্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজ দল এখন চট্টগ্রামে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। তার আগে আগামীকাল থেকে এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এ লক্ষ্যে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে তারা ঘাম ঝরিয়েছে গতকাল।

কয়েকজন খেলোয়ড়কেই ছাড়াই চলে অনুশীলন। তিন ভাগে বিভক্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা চট্টগ্রামে এসেছেন। শেষ অংশটি এসে পৌঁছায় বৃহস্পতিবার রাতে। তাই বিশ্রাম নিতে কয়েকজনকে অনুশীলনে আনা হয়নি। দুপুর দেড়টা থেকে টানা প্রায় দুই ঘন্টা অনুশীলনে দীর্ঘ সময় নেটে ব্যাটিং করতে দেখা গেছে তাদের। বোলিং ও ফিল্ডিংয়ের ওপর তেমন জোর দিতে দেখা যায়নি। কাধের চোটের কারণে দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। অনুশীলন শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট বলেছে, ‘টাইগারদের বিপক্ষে জয় পাওয়া সহজ নয়। জিততে হলে বেশ পরিশ্রম করতে হবে। আমরা ব্যালেন্স টিম। পেস ও স্পিন এটাকে আমাদের ভালো বোলার রয়েছে। পাশাপাশি আমাদের ব্যাটিংও নির্ভর করার মতো।’ তিনি বলেন, ‘আমরা ভারতে টেস্ট খেলে এসেছি। বাংলাদেশের কন্ডিশন ঠিক এরকমই। কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে আমরা অনুশীলন শুরু করেছি। আরও কয়েকদিন অনুশীলনের সুযোগ আছে।’

চট্টগ্রামের উইকেট সম্পর্কে ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘আমরা এ মুহুর্তে ব্যালেন্স টিম। তাই উইকেটের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে না। পেসার ও স্পিনাররা সমানভাবে দায়িত্ব পালন করতে পারলে সাফল্য আসবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন