শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যৌথভাবে যুদ্ধবিমান তৈরি করছে চীন পাকিস্তান

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আরো শক্তিশালী হচ্ছে পাকিস্তান বিমানবাহিনী। পাকিস্তান ও চীন যৌথভাবে নতুন জেএফ-১৭বি যুদ্ধবিমান তৈরি শুরু করেছে। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই এই যুদ্ধবিমান পাকিস্তান বিমানবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে। চেয়েনংডু অ্যারোস্পেস কর্পোরেশনে জেএফ-১৭বি যুদ্ধবিমান তৈরির কাজ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে পাকিস্তান ও চীন। চলতি বছরের শেষ নাগাদ প্রথম এটি আকাশে উড়বে বলে পাকিস্তান বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। দুই আসনের এই বিমান বিমানবাহিনীর প্রশিক্ষণ মান এবং অভিযান সক্ষমতাকে আরো বাড়াবে বলে জানিয়েছেন পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইকবাল। জেএফ-১৭ নির্মাণে সহযোগিতার জন্য চীনকে ধন্যবাদও জানান তিনি। ১৯৯৯ সালে চীন ও পাকিস্তান প্রথম যৌথভাবে নির্মাণ শুরু করে এক আসনের যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার। এই বিমান প্রথম আকাশে উড়েছিল ২০০৩ সালে। ২০১৩ সালে এই বিমানের উন্নত সংস্করণ তৈরি করা হয়। পাকিস্তান এয়ারফোর্সের পুরনো বিমান বহরের স্থলাভিষিক্ত হবে নতুন জেএফ-১৭। পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন