বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইবির ‘ডি’ ইউনিটে ৯৪% ফেল

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ৩:২৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মমতাজুল ইসলাম উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফল হস্তান্তর করেন।

এ বছর ‘ডি’ ইউনিটে আবেদন করেছিল ১৮ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১৫ হাজার ৭৩৮ জন শিক্ষার্থী। পাস করেছে মাত্র ৯৯৫ জন। পাসের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। ডি ইউনিটে ৫৫০টি আসন রয়েছে। ফল প্রকাশের সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। এ সময় ইউনিট সংশ্লিষ্ট এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন