শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন তারকারা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

দিন দিন দর্শক এখন ইউটিউবের প্রতি ঝুঁকছে। দর্শকের এই চাহিদা বিবেচনা করে সারাবিশ্বেই এখন ওয়েব সিরিজ নির্মাণের হিড়িক পড়েছে। বাংলাদেশের নির্মাতারাও পিছিয়ে নেই। তারা একের পর এক ওয়েব সিরিজ নির্মাণ করছেন। এতে টেলিভিশন ও চলচ্চিত্রের তারকারাও অভিনয় করছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন তারকা বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেছেন। কারও কারও অভিনীত ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। কারওটা আছে মুক্তির অপেক্ষায়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিশেষ দিবসে দীর্ঘদিন ধরেই চিত্রনায়িকা পপি অভিনয় করছেন। প্রথমবারের মতো অভিনয় করছেন অনন্য মামুনের নিদের্শনায় ইন্দুবালা নামে একটি ওয়েব সিরিজে। ইতোমধ্যে এর শূটিং করেছেন পপি। তিনি বলেন, অনলাইন দুনিয়ায় সবাই এখন ওয়েব সিরিজি দেখছে। জনপ্রিয় শিল্পীরাও এতে কাজ করছেন। আমি ইন্দুবালা চরিত্রে এই ওয়েব সিরিজে অভিনয় করছি। ওয়েব সিরিজ হলেও এর উপস্থাপনার ধরন একেবারে সিনেমাটিক। আমি কাজ করে মুগ্ধ হয়েছি। এর আগে এই ধরনের ওয়েব সিরিজ বাংলাদেশে হয়নি। তাই এই ওয়েব সিরিজে আমার কাজ করাটাও গবের্র। এ বছরের মাঝামাঝি প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেন অভিনেত্রী তিশা। অতঃপর জয়া নামে সামাজিক সচেতনতামূলক ওয়েব সিরিজটিতে গৃহিণীর চরিত্রে অভিনয় করেন তিনি। এটি পরিচালনা করেছেন আরিফুর রহমান। তিশা বলেন, ওয়েব সিরিজ আসলে কখনো করা হয়নি। প্রথমবারের মতো করলাম। অবশ্যই ভালো লেগেছে। এই কাজটা সামাজিক সচেতনতা নিয়ে নির্মিত হয়েছে। সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। গল্পটাও ভালো। কাজটাও ভালো হয়েছে। চিত্রনায়িকা পরীমণি চলচ্চিত্রে অনুপস্থিত থাকলেও সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজ করবেন বলে জানিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস শেষের কবিতা অবলম্বনে নির্মিতব্য একটি ওয়েব সিরিজে লাবণ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। পরীমণি বলেন, রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এ জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শেষের কবিতা নিয়ে ওয়েব সিরিজটি প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে। এটি নিমার্ণ করবেন বাংলাদেশের নিমার্তা হিমেল আশরাফ। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় এর শূটিং শুরু হবে। চিত্রনায়িকা জলি বিগ বাজেটের ওয়েব সিরিজ ফোন এক্স-এ অভিনয় করেছেন। এটি নিমার্ণ করেছেন অনন্য মামুন। জলি বলেন, এতে অভিনয় করার সময় মনে হয়নি আমি ওয়েব সিরিজে অভিনয় করেছি। মনে হয়েছে সিনেমায় অভিনয় করছি। চিত্রনায়িকা আঁচল অনেক দিন ধরেই চলচ্চিত্রে অনুপস্থিত। ওয়েব সিরিজ ইন্দুবালায় তিনি অভিনয় করেছেন। আঁচল বলেন, এবারই প্রথম ব্যতিক্রমী একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন