শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ম্যাখোঁর জনপ্রিয়তায় ধস

দুই হাজার স্থানে অনুষ্ঠিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর জনপ্রিয়তা ২৫ শতাংশ কমেছে। রোববার প্রকাশিত একটি জনমত জরিপে একথা বলা হয়েছে। এএফপি’র খবরে বলা হয়, আইফোপ নামে একটি জরিপ পরিচালনাকারী সংস্থা জরিপটি চালিয়েছে। জার্নাল দ্যু ডিমাঞ্চি পত্রিকায় জরিপটি প্রকাশিত হয়েছে। জ্বালানী মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ‘ইয়েলো ভেস্ট’ প্রতিবাদের একদিন পর প্রতিবেদনটি প্রকাশিত হল। বিশ্লেষকরা বলেন, জ্বালানী মূল্য বৃদ্ধির কারণে ৪০ বছর বয়সী প্রেসিডেন্টের প্রতি জনগণ একেবারেই হতাশ। এই জরিপে দেখা গেছে নভেম্বর মাসে ম্যাখোঁর জনপ্রিয়তা সার্বিকভাবে চার পয়েন্ট কমেছে। মাত্র চার শতাংশ মানুষ বলেছে, তারা ম্যাখোঁর কার্যক্রমে ‘অনেক সন্তুষ্ট’। এদিকে ২১ শতাংশ মানুষ বলেছে, ম্যাক্রোঁর প্রতি তারা ‘মোটামুটি সন্তুষ্ট’। জরিপে ৩৯ শতাংশ জনগণ তার কার্যক্রমে ‘অত্যন্ত অসন্তুষ্ট’। ৯ থেকে ১৭ নভেম্বর ১ হাজার ৯৫৭ জন লোকের ওপর জরিপটি চালানো হয়। এর আগে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি শহরে এ বিক্ষোভ সংঘর্ষে রুপ নিয়েছে। বিক্ষোভ চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি উঠে পড়ায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়ায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্যানুসারে, বিক্ষোভে রাজধানীসহ বেশ কিছু এলাকায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। মূলত বিক্ষোভ চলাকালে গাড়ির চালকরা জোর করে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাদের ওপর চড়াও হয়। সবমিলিয়ে বিক্ষোভে সারাদেশে ১০৬ জনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন। এ ছাড়া গ্রেফতার করা হয়েছে ৫২ জনকে। শনিবার অন্তত দুই হাজার জায়গায় প্রায় আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে থাকেন বিক্ষোভকারীরা। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা অবস্থায় নেয়ায় যান চলাচল অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীরা বলেছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বহুল আলোচিত ‘গ্রিন ট্যাক্স’-এর নাম করে গত বছরে ডিজেলে ২০ শতাংশ মূল্য বৃদ্ধি করেছেন। এএফপি, আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন