স্টাফ রিপোর্টার : আসন্ন ইউপি নির্বাচনে ধামরাইয়ের চৌহাটা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অভিনেতা সোহেল খান। ২৮ মে ঢাকার ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সোহেল খান বলেন, আমি আমার এলাকার জনগণের পাশে সবসময়ই ছিলাম, আছি এবং থাকব। এলাকার মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। এলাকায় উন্নয়নমুলক কাজে নিজেকে সবসময় সম্পৃক্ত রেখেছি। নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। আমার এলাকায় এখনো যেসব রাস্তা পাকা হয়নি সেগুলো পাকা করব। সোলার প্যানেল বসাব। গ্রামের প্রতিটি ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দিব। বাল্যবিবাহ বন্ধ করব। এছাড়া মাদকমুক্ত এলাকা গড়ে তুলব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন