শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রিমিয়ার লিগের আগে স্বাধীনতা কাপ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় সংসদ নির্বাচন এবং ক’টি মাঠ অপ্রস্তুতের জন্য পিছিয়ে গেল প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। ফেডারেশন কাপের পরেই প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। তার পরিবর্তে স্বাধীনতা কাপ শুরু করতে চান বাফুফের কর্তারা। গতকাল বাফুফের লিগ কমিটির সভা শেষে তেমনটিই জানালেন চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় বিভিন্ন ভেন্যুতে খেলা দলগুলোর জন্য কষ্টকরই হবে। সে চিন্তা করে ঢাকায় স্বাধীনতা কাপ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।’

২৯ নভেম্বর প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ ধার্য করেছিল বাফুফে। নির্বাহী কমিটিও সেই দিনটিকে অনুমোদন দিয়েছিল। কাল লিগ কমিটির সভায় তা আবার পরিবর্তন করা হলো। লিগ শুরুর পরিবর্তে স্বাধীনতা কাপ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই মোতাবেক ৩০ নভেম্বর স্বাধীনতা কাপ শুরু হবে। সালাম মুর্শেদী বলেন, ‘লিগের অন্যতম ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন চলছে। সেখানে ফুটবল উপযোগী করতে কিছুটা সময় লাগবে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা কর্মীরা খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাবেন। ঢাকার বাইরের ভেন্যুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী পাওয়ার শংকা রয়েছে। তাই ক্লাবগুলোর সুযোগ সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ স্বাধীনতা কাপ টুর্নামেন্টের ফরম্যাট ফেডারেশন কাপের মতোই হবে। টুর্নামেন্টের ফাইনাল দিনক্ষণ অবশ্য এখনো ঘোষণা করেনি বাফুফে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সভা করে লিগ শুরুর তারিখ ঘোষণা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন