বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কার্জন হলের সামনে থেকে নবজাতক উদ্ধার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে কার্জন হলের সামনের বিআরটিসি বাসের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ঢামেক সূত্র বলেন, শাহিন নামে ঢাবির এক কর্মচারী কার্জন হলের সামনে দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় শিক্ষার্থীদের বহনকারী দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের নিচ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যা শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই বাচ্চু মিয়া বলেন, শিশুটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কে বা কারা তাকে ওই স্থানে ফেলে গেছে সেটি জানা যায়নি। শিশুটির পরিচয় জানতে অনুসন্ধ্যান চলছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটির বয়স একদিন হতে পারে। তবে তার শারিরীক অবস্থায় খুবই আশঙ্কাজনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন