দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন। ভোটার সংখ্যা ৩ লাখ ১ হাজার ৬১৪ জন। বলা হয় রাজশাহীতে রাজনীতির মারপ্যাঁচে সবচেয়ে জটিল আসন এটি। তবে আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগে সাড়া ফেলেছেন সাবেক এমপি মরহুম আয়েন উদ্দিনের মেয়ে মাহবুবা হাবিবা। সাংবাদিক শফিক রেহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত থিঙ্ক ট্যাংক গ্রæপ-২০০৯ (জি-৯) এর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বর্তমানে নির্বাহী কমিটির সদস্য তিনি। তার বাবা আয়েন উদ্দিন ১৯৬২, ১৯৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে রাজশাহী থেকে এবং সর্বশেষ মুসলিম লীগ হতে ১৯৮৬ সালে এমপি নির্বাচিত হন।
হাবিব বলেন, স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বেশিরভাগ মামলার তদারকি ও অন্যান্য সহযোগিতা করে যাচ্ছি। তাদের মাঝে আমার ভালো অবস্থান রয়েছে। আমার ১ লাখের উপরে রিজার্ভ ভোট রয়েছে। ২০০৫ সাল থেকে বিএনপির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। বিএনপির হয়ে যুব নেতা হিসেবে চীনে লিডারশীপ প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশে সেমিনারে অংশ নিয়েছি। আমি রাজনীতিতে এসে জীবনের অনেক কিছুই ত্যাগ করেছি। সর্বশেষ র্যাব আমাকে আমার স্বামীসহ তুলে নিয়ে যায়। আমি জনগণের সেবক হয়ে সবার মাঝে সারা জীবন বেঁচে থাকতে চাই। এলাকার মানুষ তাকে আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে দেখতে চায় বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন