শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুরআনের মাস রমজান আর মিলাদের মাস রবিউল আউয়াল- পীর সাহেব জৌনপুরী

জৌনপুর দরবার থেকে মোযযাম্মিল হক মাছুমী | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৮, ৯:০৬ এএম

পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাঃ উদযাপন ও আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের বার্ষিক মহাসম্মলন আজ ১২ রবিউল আউয়াল বুধবার রাতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিদায়ী মোনাজাতের মাধ্যমে গভীর রাতে সমাপ্ত হবে । আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের বর্তমান পীর শাইখুল হাদিস মুনাজেরে মিল্লাত আমীর তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশ মুফতী ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী বলেন রমজান কুরআনের মাস আর রবিউল আউয়াল মিলাদের মাস। আল্লামা জৌনপুরী পীর সাহেব সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত মাহফিলে সারাদেশ থেকে হাজার হাজার ভক্তদের ঢল নামে। মাহফিলে ওয়াজ করেন পীরজাদা আলহাজ্ব মাওলানা সাইয়েদ এহসান উল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওলানা এনায়েতুল্লাহ মাজহারী, পীরজাদা মাওলানা নাঈমুর রহমান। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী পীরজাদা মাওলানা সাইয়েদ ওবায়েদুল্লাহ আব্বাসী জৌনপুরী, নাতে রাসুল সাঃ ও সাংগঠনিক সঙ্গীত পরিবেশন করেন আব্বাসী শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ এবং পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা পীরজাদা আব্দুল মোস্তফা আকিব আব্বাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নাবিল আহমেদ ২২ নভেম্বর, ২০১৮, ১১:৩২ এএম says : 0
হুজুরের কথাগুলো প্রকাশ করায় ইনকিলাবকে ধন্যবাদ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন