বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের হুমকিকে বাগাড়ম্বর বলল চীন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একজন মার্কিন কর্মকর্তা চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বহিষ্কারের যে হুমকি দিয়েছেন সে ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র গেং শুয়াং মার্কিন হুমকিকে ‘বাগাড়ম্বর’ আখ্যায়িত করে বলেছেন, মার্কিন কর্মকর্তারা দিন দিন নিজেদের স্বেচ্ছাচারী চেহারা বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা কমিটির প্রধান কেভিন হ্যাসেট সম্প্রতি চীনকে ‘অন্যায় আচরণের’ জন্য অভিযুক্ত করে দেশটিকে বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বের করে দেয়ার হুমকি দেন। এর প্রতিক্রিয়ায় গেং শুয়াং বলেন, আমেরিকা একা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা করেনি যে, সে এককভাবে এই সংস্থার ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো বলেন, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং এ দেশটিকে বহিষ্কারের ধৃষ্টতাপূর্ণ হুমকি মারাত্মক পরিণতি বয়ে আনবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় যেকোনো মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করা যেতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপাক্ষিক ব্যবসা বাণিজ্যকে চীন সমর্থন করে বলে তিনি উল্লেখ করেন। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন