বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি ন্যাটোর সম্প্রসারণ : রুশ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিস্তার বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, রাশিয়া কখনোই ন্যাটো জোটের বিস্তারে ভয় পায় না। কিন্তু এ ঘটনায় আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন হবে। জাখারোভা আরো বলেন, পূর্বদিকে ন্যাটোর বিস্তার ঘটবে না বলে রাশিয়ার সঙ্গে ন্যাটোর সমঝোতা থাকা সত্তে¡ও মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট কথা রাখেনি। এর মাধ্যমে ন্যাটো জোট বিশ্ব সমাজকে ধোকা দিয়েছে এবং এর ফলে আন্তর্জাতিক সমাজ উদ্বিগ্ন হয়ে পড়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ন্যাটো জোটের এই স¤প্রসারণকামী নীতির পরিণতির জন্য শুধু এই জোটের নেতারাই নন সেইসঙ্গে যারা এই নীতি সমর্থন করছেন তারাও দায়ী থাকবেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে পূর্বদিকে স¤প্রসারণের অজুহাত হিসেবে ইউরোপের প্রতি রাশিয়ার সম্ভাব্য হুমকির অজুহাত তোলে আমেরিকা। তবে রাশিয়া এ অভিযোগ বরাবরই অস্বীকার করে বলে এসেছে, ইউরোপের আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে মস্কোর নেই। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন