শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রেক্সিট চূড়ান্ত হওয়ার পথ প্রশস্ত

ভবিষ্যৎ সম্পর্ক প্রশ্নে ইইউ-যুক্তরাজ্য খসড়া চুক্তি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং য্ক্তুরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ইউরোপীয় কমিশন এবং ব্রিটিশ ব্রেক্সিট আলোচকরা একটি খসড়া চুক্তিতে পৌঁছেছেন। ইইউ’র এক কর্মকর্তা একথা জানিয়েছেন। এতে করে এ সপ্তাহ শেষে ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত হওয়ার পথ প্রশস্ত হল। বৃহস্পতিবার ব্রাসেলসের বৈঠকে চুক্তিটি পর্যবেক্ষণ করে দেখবেন ইইউ এর ২৭ টি দেশের দূতরা। বাণিজ্য, নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে কেমন সম্পর্ক হবে তা নিয়ে চুক্তিতে নীতিগতভাবে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল। এর আগে লন্ডন এবং ব্রাসেলসের মধ্যে ২০১৯ সালের ২৯ মার্চে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে খসড়া চুক্তি হয়েছে। এমপিদের উদ্দেশে বক্তব্য রাখার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক এক টুইটে বলেছেন, “ইইউ এবং যুক্তরাজ্যের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে খসড়া রাজনৈতিক ঘোষণাপত্র আমি মাত্র ইইউ-২৭ এর কাছে পাঠিয়েছি। কমিশনের প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন, এ খসড়া নিয়ে ব্রেক্সিট আলোচক পর্যায়ে মতৈক্য হয়েছে এবং রাজনৈতিক পর্যায়েও নীতিগতভাবে এটি নিয়ে মতৈক্য হয়েছে। এটি এখন নেতাদের অনুমোদনের অপেক্ষায়।” এখন খসড়া ব্রেক্সিট চুক্তি এবং এ রাজনৈতিক ঘোষণাপত্রটি রোববারের ইইউ সম্মেলনে সই হলে প্রধানমন্ত্রী তখন ব্রিটিশ পার্লামেন্টে তা অনুমোদন করানোর চেষ্টা নেবেন। যেখানে আপাতত চুক্তির পক্ষে সংখ্যাগরিষ্ঠের সমর্থন দেখা যাচ্ছে না। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন