মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলার একযোগে ৮ প্রার্থী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধা উপস্থিত ছিলেন। ৮ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন মহেড়া ইউনিয়নে আলী হোসেন খান খোকন, জামুর্কী ইউনিয়নে আলী এজাজ খান চৌধুরী রুবেল, বানাইল ইউনিয়নে হাসান উদ্দিন লিটন, আনাইতারা ইউনিয়নে মো. বাবুল হোসেন বকসী, উয়ার্শী ইউনিয়নে আব্দুস সালাম আজাদ, ভাতগ্রাম ইউনিয়নে বরকত উল্লাহ সরকার, গোড়াই ইউনিয়নে তারিকুল ইসলাম নয়া, ও বাঁশতৈল ইউনিয়নে সোহবার হোসেন সিকদার। আগামী ২৮ মে পঞ্চম ধাপে মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৮টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় শেষ না হওয়ায় অপর ৬টিতে এখনি নির্বাচন হচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন