বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

পেট ব্যথায় প্রোটন পাম্প ইনহিবিটর

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

পাকস্থলি সমস্যায় ব্যবহৃত বহুল প্রচলিত কিছু ওষুকে প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই নামে ডাকা হয়। যেমন-ওমিপ্রাজল, ল্যানসোপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যানটোপ্রাজল ও রেবিপ্রাজল ইত্যাদি। আমাদের দেশে এর সবই সহজ লভ্য। মানুষের সুস্থতায় এদের অবদান অনেক।
পাকস্থলি বা খাদ্য নালীতে ঘা ও তার পরবর্তী সমস্যাগুলো যেমন রক্তবমি, খাদ্য পানীয় চলাচলের পথ চিকন হতে হতে বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি নিয়ন্ত্রণে আছে পিপিআইর ব্যবহার। এর অর্থ প্রোটন পাম্প ইনহিবিটর, যা কিনা পাকস্থলিতে হাইডক্লোরিক এসিড ক্ষরণে বাঁধা দেয়।
পিপিআইর ব্যবহার
পেপটিক আলসার ২) গ্যাস্টরাইটিস ৩)রিফ্লাক্স ইসোফেজাইটিস ৪) হেলিকোব্যাকটার পাইলোরি নির্মূল ৫)ব্যাথার ওষুধ ঘঝঅওউ-র সাথে ৬) ডিসপেপসিয়া, ইত্যাদি
প্রত্যেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা বিষক্রিয়া থাকতে পারে, যা পরিমাণ ও ব্যবহারের দীর্ঘ মেয়াদের উপর নিভর্রশীল। পিপিআইরও এটা আছে। সম্প্রতি গবেষণায় যোগ হয়েছে ভীতিকর কিছু রোগ-ব্যধি।
অষ্ট্রেলিয়ার এক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে পিপিআই’র যথেচ্ছ ব্যবহারের কিছু সমস্যা ১)দীর্ঘ মেয়াদী কিডনি রোগ-৫০% ২)স্বল্প মেয়াদী কিডনি রোগ-১৫% ৩)নেফ্রাইটিস ৪)ম্যাগনেসিয়াম কমে যাওয়া ৫)হার্ট এটাক-১৬%৬)হাড় ভেঙে যাওয়া ৩৩% ইত্যাদি
এ ছাড়াও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া : ১)মাথাব্যথা ২)পেট ফাঁপা ৩)হেপাটাইটিস ৪)পেটে ইনফেকশন ৫)পুরুষের স্তন ফুলে যাওয়া ৬)মুখে শুষ্কতা ৭) মানসিক সমস্যা ৮) কষা বা পাতলা পায়খানা ইত্যাদি
ইচ্ছেমত পিপিআই খাবার দিন মনে হয় শেষ হয়ে এসেছে। ইউএসএর এফডিয়ের নির্দেশনা- বছরে ছয় সপ্তাহের বেশি নয়। আমাদের উচিৎ হবে চিকিৎসকের পরামর্শ মত ওষুধের ডোজ ও মেয়াদ নির্ধারণ করা।
ষ প্রফে. ডা. এ কে এম মোখলেছুজ্জামান
কনসালটেন্ট মেডিসিন।
আজগর আলী হাসপাতাল, গে-ারিয়া,
ঢাকা। মোবাইল : ০১৭৬৭৮৭৯২৭৭।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
ইসমাইল ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:০৯ পিএম says : 0
রেবিপ্রাজল২০mg ট্যাবলেট ৮ বছরের বাচ্চাকে খাওয়াতে পারবো কি?
Total Reply(0)
আজহারুল ইসলাম ১৮ মার্চ, ২০২২, ২:১০ পিএম says : 0
দীর্ঘদিন পেটের ব্যাথায় ভুগছি,অনেক ঔষধ সেবন করেছি, কাজ হয় নাই, পরামর্শ চাই।
Total Reply(0)
আজহারুল ইসলাম ১৮ মার্চ, ২০২২, ২:১৩ পিএম says : 0
দীর্ঘদিন পেটের ব্যাথায় ভুগছি,অনেক ঔষধ সেবন করেছি, কাজ হয় নাই, পরামর্শ চাই।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন