বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

বিপজ্জনক ঠোঁটের রোগ

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ঠোঁটের মারাত্মক রোগগুলোর একটি হলো ডিসকয়েড লুপাস ইরাইথিমেটোসাস। সংক্ষেপে ডিএলই রোগ বলা হয়ে থাকে। ডিসকয়েড লুপাস ইরাইথিমেটোসাস আলোক সংবেদনশীল ত্বকের বৃদ্ধি বা র‌্যাশ যা স্থানীয়ভাবে সীমাবদ্ধ থাকতে পারে, আবার চারপাশে বিস্তৃতি লাভ করতে পারে। ঠোঁটে যদি ডিএলই রোগ হয় তবে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে। ডিএলই রোগের চিকিৎসা যথাযথভাবে না হলে স্থায়ী দাগের সৃষ্টি হতে পারে। এছাড়া ঠোঁট ও মুখের অভ্যন্তরে আলসার বা ক্ষত দেখা দিতে পারে। ভাগ্য খারাপ হলে ডিএলই স্কোয়ামাস সেল ক্যান্সারের কারণ হিসেবে আবির্ভাব হতে পারে। এর অর্থ হলো ডিএলই রোগের চিকিৎসা গ্রহণ না করলে মুখের অভ্যন্তরে বা ঠোঁটে স্কোয়ামাস সেল ক্যান্সার দেখা দিতে পারে। 

ডিএলই রোগ একটি অটোইমমিউন অচলাবস্থা। অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শ এবং ধূমপান ডিএলই রোগের রিস্ক ফ্যাক্টর। শতকরা ১০ ভাগ ক্ষেত্রে ডিসকয়েড লুপাস ইরাইথিমেটোসাস থেকে সিস্টেমিক লুপাস ইরাইথিমেটোসাস হতে পারে।
তাই ঠোঁটের উপর বা মুখের অভ্যন্তরে কোনো লাল বা কালো র‌্যাশ বা দাগ অথবা ক্ষত বা ফুলাভাব দেখা দিলে নিজে চিকিৎসা নিয়ে সময় ক্ষেপণ না করে একজন অভিজ্ঞ মুখের রোগের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে একটু অবহেলা আপনার জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
ষ ডাঃ মো. ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল : ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল : ফৎ.ভধৎঁয়ঁ@মসধরষ.পড়স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (31)
omar faruk ২১ অক্টোবর, ২০২২, ৮:২১ পিএম says : 0
আমার ঠোঁটের রং সাদা হয়েছে. আমি এখন কি করবো বললে ভালো হয়
Total Reply(0)
omar faruk ২১ অক্টোবর, ২০২২, ৮:২১ পিএম says : 0
আমার ঠোঁটের রং সাদা হয়েছে. আমি এখন কি করবো বললে ভালো হয়
Total Reply(0)
মামুদ হোসেন ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১:০৫ পিএম says : 0
আমার ঠোঁটের রং সাদা হয়েছে. আমি এখন কি করবো বললে ভালো হয়
Total Reply(1)
Mamud Hossain ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১:২৩ পিএম says : 4
ঠোঁটের রং সাদা হয়েছে. আমি এখন কি করবো বললে ভালো হয়
foysal ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩১ পিএম says : 0
আমার ঠোটের মাঝখানে বাম পাশে ৫-৬বছর ধরে ইনফেকশন জ্বালা করে আমার করনীয় কি?? একজন স্কিন বিশেষজ্গ কে দেখাইছিলাম তিনি আমাকে folic-z, Remus -0.1%, jil-50 খাইতে বলছে ৮-৯ মাস ধরে খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না।।।।
Total Reply(0)
মোঃরাজিব হোসাইন ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৫ পিএম says : 0
আমার ঠোঁটে এক ধরনের সাদা আবরণ পরে আর বার বার শুকিয়ে যায়,,,কিভাবে এর সমাধান পেতে পারি????
Total Reply(0)
চৈতি ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ৫:১৭ পিএম says : 0
আমার বাচ্চার ঠোঁটে লাল রেশ, মুখে জ্বাল লাগে।কোন ডাক্তার দেখাবো একটু পরামর্শ দিবেন।
Total Reply(0)
কামাল ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ২:৩০ পিএম says : 0
আমার উপরের ঠোট ছোট ছোট গুটি ভরেগেছে,কি ঔষধ খাইতে পারি
Total Reply(0)
priya mondal ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ২:১১ পিএম says : 0
আমার ঠোঁট সাদা হয়ে যাচ্ছে আর শুকিয়ে যায়
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২১ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২১ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২১ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২১ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২১ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২১ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২২ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২২ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২২ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২২ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
বিলাল হুসাইন ৮ অক্টোবর, ২০১৯, ১:২৩ এএম says : 0
আমার বাবুর বয়স ৪ বছর তার ঠোট আজ ১৫ দিন যাবৎ তালো তালো দেখা যাচ্ছে গ্রাম এক ডাক্তার সাহেব বলজে এ্যালার্জি, হোমিও এক ডাক্তার বলছে ডিভার দূর্বল গায়ে সব সময় হালকা জ্বর থাকে বর্তমানে হোমিও ডাক্তার দেখাচ্ছি ৪ দিন যাবৎ কোন ফলাফল দেখছি না আমি এখন কি করতে পারি এবং আসলে সমস্যাটা কি জানালে উপকৃত হতাম।।
Total Reply(0)
Mahmud Hasan Rays ২৫ মার্চ, ২০২০, ৯:৪৮ এএম says : 0
প্রায় অনেক বছর ধরে আমার ঠোঁটে সমস্যায় ভুগছি বারো মাস ঠোঁট ফেটে যায় দিনে পাঁচ থেকে ছয় বার চামড়া শুকিয়ে উঠে আসে এবং রক্ত বের হয় হালকা ব্যথা করে এতে আমার করনীয় কি
Total Reply(0)
Mahmud Hasan Rays ২৫ মার্চ, ২০২০, ৯:৪৮ এএম says : 0
প্রায় অনেক বছর ধরে আমার ঠোঁটে সমস্যায় ভুগছি বারো মাস ঠোঁট ফেটে যায় দিনে পাঁচ থেকে ছয় বার চামড়া শুকিয়ে উঠে আসে এবং রক্ত বের হয় হালকা ব্যথা করে এতে আমার করনীয় কি
Total Reply(0)
MD Zakir Hossain ২৮ এপ্রিল, ২০২০, ৪:০০ এএম says : 0
আমার মেয়ের বয়স ৫ বছর, তার নিচের ঠোঁটে বামে মাঝখানে নরম তুলতুলে গুটি আস্তে আস্তে বড় হচ্ছে, সেখানে ধরলে ব্যথা অনুভব করে। লাল রংয়ের, পুঁজ নেই, আশা করি ভাল পরামর্শ পেলে উপকৃত হবো। এই রোগ টি কি?
Total Reply(0)
sazzadhossain ২ আগস্ট, ২০২০, ৫:৩৯ পিএম says : 0
আমার উপরের ঠোট ছোট ছোট গুটি ভরেগেছে,কি করতে পারি।অামার ঠোট এর ঘামাছির মত গুটি গুলু অনেক পুরাতন।।এখন অামি খুব চিন্তায় অাছি।
Total Reply(0)
Mohsin ২০ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩৭ এএম says : 0
সমস্যা বলবো কি।আপনারা তো সমাধান দেন না...!
Total Reply(0)
Mohsin ২০ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩৭ এএম says : 0
সমস্যা বলবো কি।আপনারা তো সমাধান দেন না...!
Total Reply(0)
সুজিত কুমার ৬ অক্টোবর, ২০২০, ৪:৪৫ পিএম says : 0
আমার ঠোঁটের দুই সাইটে সাদা রঙের দাগ হয়েছে । ৮ মাস আমি এই সমস্যায় ভুগছি , কী উপায় আছে এই সমস্যা থেকে দূর হয়া? Please help me......
Total Reply(0)
popy akter ৯ মে, ২০২১, ১:৩৮ এএম says : 0
আসসালামু আলাইকুম। আমার আম্মুর এই সমস্যা গুলো আছে।তার বয়স ৪৫বছর।থাইরয়েড ও আছে।ফার্মেসির ঔষধ খাচ্ছেন ভালো হচ্ছে না।কিন্তু আর্থিক অবস্থার কারনে কোন ডাকরতার দেখাতে পারছেন না।আর কোন ডাক্তার দেখাবে তাও বুজতে পারছি না।যদি পারেন একটা প্রেসক্রিপশন করে দিয়েন।ধন্যবাদ,আসসালামু আলাইকুম।
Total Reply(0)
Hridoy ২৩ জুন, ২০২১, ৭:৫০ এএম says : 0
আমার ঠোটে গত ১০ বছর দরে সাদা দাগ আছে। আমার মনে হয় এটি কোন শ্বেত রোগ নয়। এটি শুধু ঠোটেই সীমাবদ্ধ। এতোদিনে ঠোটের বাইরে যায় নি। জরম ঠোয়া হওয়ার পর এটি হয়েছে। এটি কিছুটা কমে আবার বেরে যায়। কিন্তু বপশি নয় ঠোটেয় সীমাবদ্ধ এটি। কোন সমাধান থাকলে জানাবেন দয়া করে।
Total Reply(0)
ইয়াছিন আরফাত ৫ আগস্ট, ২০২১, ৪:০৬ এএম says : 0
আমি কিছু দিন আগে,খাওয়ার সময় ঠোঁটের ভিতরের অংশে কামড় লেগে যায়,এবং একটা নরম গোটার মত হয়ে যায়?১ মাস হল এখনো যায় না!কী করতে হবে?
Total Reply(0)
জাকিরুল ইসলাম ১২ অক্টোবর, ২০২১, ১১:২৮ এএম says : 0
ঠোঁটের ভিতরের অংশ ঠোসার মতো ফুলেছে, ব্যাথা নাই,২ দিন আগে নালা জাতীয় পানি পানি বের হয়েছিল,????আজ আবার ফুলে গেছে।
Total Reply(0)
সজীব ৫ নভেম্বর, ২০২২, ১২:৪০ পিএম says : 0
আমার নিচের ঠোঁটের রগ টানে আর মাঝে মাঝে কথা বলার সময় মনে হয় ঠোঁটের উপর নিয়ন্ত্রণ নাই। আর কিথা বলার সময় মাঝে মাঝে ঠোঁটে লালা জমে যায়।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন