শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মে দিবসে রাশিয়াকে বৃষ্টিমুক্ত রাখল ক্লাউড সিডিং প্রযুক্তি

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মে দিবস পালনের সময় যাতে বৃষ্টি ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সেজন্য রাশিয়া মিলিয়ন ডলার ব্যয় করেছে। ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে মে দিবসকে রাশিয়ায় বৃষ্টিমুক্ত রাখা হয়েছে। রাশিয়ার একটি বার্তা সংস্থা জানায়, ক্লাউড সিডিং প্রযুক্তিতে প্রাকৃতিকভাবে যে সময় বৃষ্টি হওয়ার কথা তার আগেই বৃষ্টি ঝরিয়ে দেওয়া হয়। এমনকি এই পদ্ধতিতে যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানকার বদলে অন্যত্র বৃষ্টি নামানো সম্ভব। ফলে নির্দিষ্ট সময়ে উৎসব নির্দিষ্ট স্থানে বৃষ্টি হওয়াকে আটকানো যায়। বার্তা সংস্থাটি আরও জানায়, এ বছর মে দিবসের আগের দিন এই পদ্ধতি ব্যবহার করে বৃষ্টি ঝরানো হয়েছে। এতে রাশিয়া সরকারের ব্যয় হয়েছে ৮৬ মিলিয়ন রুবল বা ১ দশমিক ৩ মিলিয়ন ডলার। ক্লাউড সিডিং বা জোরপূর্বক অসময়ে বৃষ্টি ঝরানোর জন্য ব্যবহার করা হয় কিছু রাসায়নিক পদার্থ। এভাবে বৃষ্টিমুক্ত দিন নিশ্চিত করা রাশিয়ার জন্য অবশ্য প্রথমবার নয়। গত বছরও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০তম বার্ষিকী উদযাপন করার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রৌদ্রোজ্জ্বল দিন নিশ্চিত করা হয়। এ ছাড়া চীন বেইজিংয়ে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আবহাওয়া সুন্দর রাখতে ব্যবহার করেছিল এই প্রযুক্তি। ইন্ডিপেন্ডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন