শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বৃষ্টিপাত বাড়ানোর জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করবে আমিরাত

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মরুভূমির দেশগুলোর প্রধান সমস্যার নাম অনাবৃষ্টি। এসব দেশ সাধারণত বিস্তীর্ণ সমভূমিবিশিষ্ট হওয়ায় বাতাসের সাহায্যে মেঘ তৈরি হওয়া খুব কঠিন। আর তাই বৃষ্টিপাতও হয় অনেক কম। তবে এ সমস্যা সমাধানের পথ হয়তো আবিষ্কার করে ফেলেছে মরুভূমির দেশ আরব আমিরাত। বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির জন্য তারা কৃত্রিম পাহাড় তৈরির পরিকল্পনা করছে। কৃত্রিম পাহাড় তৈরির কাজ এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। এই পাহাড় বাতাসকে আকাশের দিকে ধাবিত করে মেঘ সৃষ্টিতে সহায়তা করে বৃষ্টিপাত ঘটাবে বলে নির্মাতারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি করপোরেশন ফর এটমোসফরিক রিসার্স (ইউসিএআর) নামের একটি সংস্থা এই কৃত্রিম পাহাড় নির্মাণের কাজ করবে বলে আমিরাত সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন